আগরতলা (ত্রিপুরা): ভারতের অর্থনৈতিক সংস্কার নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কটাক্ষ করে কথা বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেছেন, “যে ব্যক্তি দেশে দেশে ঘুরে তাদের অর্থনৈতিক সমস্যার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার পথ দেখান, সে মানুষটি নিজের দেশের আর্থিক হাল ফেরাতে পারছেন না? এটা ভাবলে ভুল হবে!”
গত রোববার দুপুরে রাজধানী আগরতলায় শিক্ষকদের এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এভাবেই প্রধানমন্ত্রীর সমালোচনা করেন মানিক সরকার।
অর্থনৈতিক সংস্কার নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে তিনি বেলন, “আমাদের প্রধানমন্ত্রী দুঁদে অর্থনীতিবিদ। পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনীতি নিয়ে বক্তৃতা দেন তিনি। বিভিন্ন দেশকে আর্থিক হাল ফেরানোর জন্য পরামর্শ দেন মনমোহন সিং। কিন্তু নিজের দেশের ভেঙে পড়া অর্থনীতি তিনি ঠিক করতে পরছেন না। ”
শ্রেণী দৃষ্টিভঙ্গির কারণেই প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ঠিক করতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “বড়লোক, মজুতদার, কালোবাজারি, পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে প্রধানমন্ত্রী নিজের দেশের অর্থনীতির সর্বনাশ করে ফেলেছেন। কারণ, এদের টাকায় তারা নির্বাচনে লড়ে। ফলে তাদের স্বার্থ রক্ষাকারী অর্থনীতি বা ধান্দার অর্থনীতি আঁকড়ে ধরেছেন মনমোহন সিংরা। ”
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর