কলকাতা: রাজ্যের পরিবহন কর্মীরা সম্ভবত এবার দুর্গা পূজায় বোনাস পাচ্ছেন না। আর্থিক সঙ্কটের কারণেই এই সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে বলে পরিবহন দফতর থেকে জানানো হয়েছে।
কর্মীরা এর বিরুদ্ধে বিভিন্ন দফতরে ডেপুটেশন দিয়েছেন ইতিমধ্যেই। এই প্রথম পরিবহন কর্মীরা তাদের পূজার বোনাস থেকে বঞ্চিত হবেন।
এর মধ্যে একমাত্র হুগলির জনপথ নিগম তাদের কর্মীদের বোনাস দিয়েছে।
রাজ্য সরকারের এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন সিএসটিসি’র কর্মী, সিটিসি, এসবিএসটিসির কর্মী ও অন্যান্যরা।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউইসি’র নেতা রমেন পান্ডা শুক্রবার বলেন, ‘‘শ্রমিকেরা এই ঘটনাকে ভালো চোখে দেখছেন না। বেআইনি কাজ করছে সরকার। তাই সরকারের বিরুদ্ধে মামলা করবে সংগঠন। সিটু’র নেতারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর