ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, আহত ৫০

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১২

কলকাতা: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হলো পশ্চিমবঙ্গ রাজ্যের দুই প্রান্ত। শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং ও আসানসোলের জামুরিয়ায় সিপিএম সমর্থকদের ওপর শাসক তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে ৷

এদিন দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের জীবনতলায় মিছিল করেন সিপিএম বিধায়ক ও সাবেকমন্ত্রী রেজ্জাক মোল্লা ৷

সিপিএমের অভিযোগ, এফডিআইসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন শ’দুয়েক দলীয় সমর্থক।

জীবনতলার ঝোরোর মোড় এবং ভবেনের হাটের কাছে তৃণমূল সমর্থকেরা লাঠি ও ইঁট দিয়ে মিছিলে হামলা চালায়।

সিপিএমের দাবি, হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছে। ক্যানিংয়ের এসডিপিও এবং পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে তাদের এ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের মিছিলেই সিপিএম হামলা চালিয়েছে বলে তারা দাবি করছে।

অন্যদিকে, রাজপুর নন্দী হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় আসানসোলের জামুড়িয়ায়।

সিপিএমের অভিযোগ, শুক্রবার সকালে সিপিএম প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার সময় তৃণমূল সমর্থকেরা তাদের ওপর লাঠি নিয়ে হামলা চালায়। এসময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করছে সিপিএম।

তৃণমূলের দাবি, এলাকায় সন্ত্রাস চালাতে সিপিএম সমর্থকেরা সমাজবিরোধীদের নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। গ্রামের মানুষই তাদের বাধা দেয়।

সংঘর্ষের ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।