ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশি পাসপোর্টের খরচ তিনগুণ করেছে ভারত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১২
বাংলাদেশি পাসপোর্টের খরচ তিনগুণ করেছে ভারত

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশি পাসপোর্টের ফি বাড়িয়ে দ্বিগুণ করেছে ভারত। এখন থেকে নতুন ইন্দো-বাংলা পাসপোর্ট করতে চালান ফি লাগবে এক হাজার রুপি।

যেখানে এতদিন ছিল মাত্র পাঁচ শ’ রুপি। এছাড়া আনুষঙ্গিক খরচ হবে আরও পাঁচ শ’ রুপি। ১ অক্টোবর থেকে এ বর্ধিত খরচ কার্যকর করা হয়েছে।

এছাড়া ভারত-বাংলাদেশ পাসপোর্টের অন্যান্য ক্ষেত্রে ফির হার সংশোধন করেছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ইতোমধ্যে সংশোধিত নতুন ফির একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিভিন্ন রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ। এতে বলা হয়েছে, দশ বছর মেয়াদ বিশিষ্ট ইন্দো-বাংলা পাসপোর্ট করতে ফি দিতে হবে এক হাজার রুপি। পাসপোর্টের অন্যান্য পরিসেবার জন্য অতিরিক্ত পাঁচ শ’ রুপি দিতে হবে।

এদিকে ভারত-বাংলাদেশ পাসপোর্ট এবং অন্যান্য ফি বাড়ানোর জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।