ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মিডিয়া পার্টনার বাংলানিউজ

দুই বাংলার রবীন্দ্র সংগীত প্রতিযোগিতার ফাইনাল বুধবার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২
দুই বাংলার রবীন্দ্র সংগীত প্রতিযোগিতার ফাইনাল বুধবার

কলকাতা: রবীন্দ্র সংগীতের কিংবদন্তীর শিল্পী কণিকা বন্দোপাধ্যায়। কেবল রবীন্দ্র সংগীতের কালজয়ী শিল্পী হিসেবেই নন, ভারতীয় উপমহাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসেবে গণ্য করা হয় তাকে।



১২ অক্টোবর এই মহান শিল্পীর ৮৮তম জন্মদিন। প্রয়াত এ শিল্পীর জন্মদিনকে সামনে রেখে মিতালী, ভারত-বাংলাদেশ সংস্কৃতি সংসদ ও পদাতিক বাংলাদেশ যৌথভাবে আয়োজন করছিল ‘রবীন্দ্রসংগীতে নতুন প্রতিভার সন্ধান’ শীর্ষক বিশেষ প্রতিযোগিতার।

ভারত সরকারের আইসিআর, পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র ও কলকাতা পৌরসভার সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতাটির অনলাইন মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

bd-kolkota১৬ থেকে ২৫ বছর বয়েসীরা এতে অংশ নিয়েছিল। কলকাতায় ও ঢাকায় অনুষ্ঠিত প্রাথমিক পর্বের বিজয়ী প্রতিযোগীরা আগামী বুধবার ফাইনাল রাউন্ডে অংশ নেবেন।

গত ২৬ সেপ্টেম্বর কলকাতা পর্বে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে ৫০ জন অংশ নিয়েছিলেন। এর মধ্যে ছয়জন নির্বাচিত হয়েছেন। পর্বটি কলকাতার আইসিসিআর`র টেগোর সেন্টারে অনুষ্ঠিত হয়।

কলকাতার অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার দেবাদিত্ত চট্টোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনার অনীশ চক্রবর্তী, নদীয়ার সৌমিতা মন্ডল, কলকাতার অদ্রিকা সরকার ও বর্ধমানের সঙ্গীতা মজুমদার মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, গত ৪ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ৭০ জন অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বে। এর মধ্যে থেকেও মূল পর্বের জন্য ছয়জন নির্বাচিত হয়েছেন।

ঢাকার মেধা ঘোষ, রাজশাহীর তাজিব মুরশেদ, ঢাকার চন্দনা চন্দ, সিলেটের নূর-এ আফরোজ প্রমেই, কুন্তলা চক্রবর্তী ও মির্জা মালিহা অংশ নেবেন।

kolkotaমূল পর্বটি কলকাতার পূর্বাঞ্চল সংস্কৃতিকেন্দ্রের নাটঘর মিলনায়তনে আগামী বুধবার অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়।

মূল পর্বের বিচারক থাকবেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়, প্রমিতা মল্লিক, শীলা মোমেন, নার্গিস চৌধুরী প্রমুখ।

প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য থাকছে নগদ ২৬ হাজার রুপি। প্রথম স্থান প্রাপককে দেওয়া হবে ‘মোহর-কণিকা সম্মাননা’ ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার রুপি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।