ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা পৌরসভার সামনে বামেদের প্রতিবাদ সভা নিয়ে বির্তক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১২

কলকাতা: তৃণমূল পরিচালিত কলকাতা পৌরসভার বিভিন্ন দুর্নীতি ও ডেঙ্গু সমস্যা নিয়ে ধর্মতলায় পৌরসভা ভবনের সামনে মঙ্গলবার রাজ্যের বিরোধী জোট বামফ্রন্টকে সভা করার অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বির্তক।

সভার করার দাবিতে অনড় রয়েছে বামফ্রন্ট।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সোমবার বলেছেন, “রাজ্যের আইনের শাসন ভেঙে পড়েছে। প্রয়োজনে পুলিসের অত্যাচার মোকাবিলা করেই মঙ্গলবার পৌরসভার সামনেই প্রতিবাদ সভা করবে বামেরা। ”

এদিকে, এ সভা নিয়ে বাম নেতাদের চিঠি দিয়েছেন নিউমার্কেট থানার ওসি। মঙ্গলবার সভা করতে দেওয়া হবে না বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

একই সঙ্গে পৌরসভার সামনে সভা করলে আইনশৃঙ্খলার অবনতি হবে বলেও চিঠিতে লিখেছেন নিউমার্কেট থানার ওসি।

বামনেতারা অবশ্য জানিয়েছেন, একমাস আগে সভার কথা ঘোষণা করা হলেও অনুমতি দেওয়া হল না। বিরোধীদের কণ্ঠরোধ করতেই সভার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বামনেতারা।

এ সভায় প্রধান বক্তা হিসাবে হাজির থাকবেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।