ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন সোনিয়ার হরিয়ানা সফর

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২
ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন সোনিয়ার হরিয়ানা সফর

নয়াদিল্লি: ভারতের হরিয়ানা রাজ্যে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে মঙ্গলবার রাজ্যটির ঝিন্দের নামক একটি গ্রাম পরিদর্শন করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সম্প্রতি এই গ্রামে দলিত সম্প্রদায়ভুক্ত এক নারী গণধর্ষণের স্বীকার হয়েছেন।



এদিন তিনি গ্রামটিতে এসে গণধর্ষিতা নারীটির পরিবারের সঙ্গে ১০ মিনিট কথা বলেন। তাদের সমবেদনা জানান।

গত সপ্তাহে দলিত ওই নারীটিকে ধর্ষণ করে একদল দুষ্কৃতি। এই অপমানে সহ্য করতে না পেরে ধর্ষণের পরে সে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এই ঘটনাসহ হরিয়ানায় গত ৩০ দিনে ১১টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

ধর্ষিতার মা বলেন, “সোনিয়া গান্ধী তাকে জড়িয়ে ধরে বলেন আপনিই শুধু কন্যা হারা হননি, আমিও হয়েছি। ও আমারও মেয়ে ছিল। ”

সোনিয়া গান্ধী বলেন, “এই ধরনের ঘটনার আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই। দোষীরা অবশ্যই কড়া শাস্তি পাবে। ”

সম্প্রতি হরিয়ানায় খাপ পঞ্চায়েতের পরামর্শ “ধর্ষণ কমানোর জন্য মেয়েদের বাল্যবিবাহে”র প্রস্তাবকে তিনি সঠিক বলে মনে করেন না বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।