নয়াদিল্লি: ভারতে উড়োজাহাজ ভাড়া কমানোর জন্য এবার সরাসরি বিদেশ থেকে জ্বালানি আনার অনুমতি দেওয়া হচ্ছে বিমান পরিবহন সংস্থাগুলোকে।
দিল্লিতে মঙ্গলবার ভারতের বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং বলেছেন, “বিভিন্ন রাজ্যে বিমানের জ্বালানির উপর থেকে অতিরিক্ত বিক্রয় করের বোঝা লাঘব করতে এবার তা বিদেশ থেকে সরাসরি আমদানির অনুমতি দেওয়া হচ্ছে।
এতো দিন বিভিন্ন রাজ্যে বিক্রয় করের জন্য বিমানসংস্থাগুলোর খরচের পরিমাণ বেড়ে যাচ্ছিল। যার প্রভাব পড়ছিল যাত্রীভাড়ায়। এবার বিদেশ থেকে সস্তায় জ্বালানি কিনতে পারলে বিমানসংস্থাগুলো ভাড়া কমতে পারবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
আরডি/ জেডএম