কলকাতা : মঙ্গলবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা সফরে গিয়েও কেন্দ্রের ইউপিএ-২ সরকারকে ফের কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন, তমলুকের নিমতৌড়ির একটি জনসভায় তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সংস্কারের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
কেলেঘাই নদী প্রকল্পের জন্য ১৭৭ কোটি রুপি দেওয়া হয়েছে এটি সম্পূর্ন ভুল তথ্য। কেন্দ্রের নীতি হল- বৈদেশিক সংস্থাগুলিকে দেশে অধিক পরিমানে ঢুকতে দেয়া। এতে দেশকে ধ্বংস করে দেবে।
নয়াচরে ইকো টুরিজম পার্কের প্রস্তাব কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মুখ্যমন্ত্রী এদিন হলদিয়াতে ৩টি বেসরকারি কারখানার ২টি প্রকল্পের উদ্বোধন করেন। পাট্টা বিলি ও কিষাণ ক্রেডিট কার্ড বিলিও করেন তিনি।
সেখানে তিনি বলেন, হলদিয়া নিয়ে অনেকে কুৎসা করা হয়েছে। হলদিয়ার আরও উন্নতি হবে কাজ ঠিকমতই হচ্ছে । এখানে ক্ষুদ্রশিল্পে ১ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
আগামী বছর শিল্প মেলা হলদিয়ায় করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন।
বাংলাদেশ সময় : ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com