ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুজো উপহার নিয়ে বিতর্কে মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
পুজো উপহার নিয়ে বিতর্কে মমতা

কলকাতা : পশ্চিমবঙ্গের সরকারি কর্মকর্তাদের উৎসবের উপহার দিয়ে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

অভিযোগ উঠেছে, তিনি তার পছন্দের আইএএস ও আইপিএস পদমর্যাদার কর্মকর্তাদের পুজোয় পুরুষদের জন্য পায়জামা-পাঞ্জাবি ও নারীদের শাড়ি দিয়েছেন।



মুখ্যমন্ত্রী উপহারের এই টাকা তার ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছেন,  না সরকারি কোষাগার থেকে দিয়েছেন- সেটা জানা যায়নি।

প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী এই উপহার আইপিএস ও আইএএস আধিকারিকদের দিতে পারেন কিনা। উল্টোদিক থেকে আইএএস কর্মকর্তারা এটা নিতে পারেন কিনা সেটাও প্রশ্ন । নিরপেক্ষ পদে থেকে কর্মকর্তারা এটা গ্রহণ করতে পারেন না।

কলকাতার রাজনৈতিক মহলের প্রশ্ন- সরকারি কোষাগারে পরিবহন শ্রমিকদের বেতন দেওয়ার যখন সামর্থ হচ্ছেনা- তখন এই ধরনের বিলাসিতা মা-মাটির-মানুষের সরকারের শোভা পায় কী-না।

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।