ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভার জঙ্গিপুর উপ-নির্বাচনে জোরদার লড়াইয়ে বিজয়ী প্রণব পুত্র অভিজিৎ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২

কলকাতা: প্রত্যাশা মতোই পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে মাত্র ২ হাজার ৫৩৬ ভোটে  বিজয়ী হয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি। তবে তার এই জয় সহজ হয়নি।

সিপিএম প্রার্থী কৃষক নেতা মোজাফফর হোসেন তাকে জোর লড়াইয়ে ফেলে দিয়েছিলেন।

শনিবার সকাল ৮টা থেকে কেন্দ্রটির ১ হাজার ৫৩০টি বুথের জন্য ১৪টি টেবিলে ভোটগণনা শুরু হয়। এই কেন্দ্রে মোট ১৬ রাউন্ডে গণনা হয়। এই কেন্দ্রে সাড়ে ৮ লাখ ভোটার ভোট দিয়েছিলেন।

প্রথম রাউন্ডে ১ হাজার ভোটে এগিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডের গণনায় ২ হাজার ৩৭২ ও পরের রাউন্ডে প্রায় সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে যান সিপিএম প্রার্থী কৃষক নেতা মোজাফফর হোসেন।

তৃতীয় রাউন্ডে ৫ হাজার ২৮৮টি ভোট ও চতুর্থ রাউন্ডে তিনি এগিয়ে যান ৮ হাজার ৩৫০ ভোটে। পঞ্চম রাউন্ডে ব্যবধান কমে ৬ হাজার ১৪টি। এরপর ব্যবধান কমতে থাকে। ১৪ রাউন্ডে ৪ হাজার ৮৯৫ ও ১৫ রাউন্ডে ৩ হাজার ৩৭২ ভোট।

১৭ রাউন্ডে পর ২ হাজার ৫৩৬ ভোটে জয়ী হন অভিজিৎ মুখার্জি। তিনি পেয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৯১৯ ভোট। সিপিএমে মোজাফফর হোসেন ৩ লাখ ৩০ হাজার  ৩৮৩টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৮৫ হাজার ৮৮৭ ভোট। মাত্র দশমিক ২৫ শতাংশ ভোটের ব্যবধানে কংগ্রেস বিজয়ী হয়েছে।

বিজয়ী প্রার্থী অভিজিৎ মুখার্জি বলেন, ‘‘এই জয়ের জন্য সবাইকে অভিনন্দন। ভোটের মার্জিন কমার কারণ, কংগ্রেসের ৫০ শতাংশ ভোটার যারা রাজমিস্ত্রির কাজ করেন তারা জেলার বাইরে আছেন। তারা আসতে পারেননি। ’’

গত বার এই কেন্দ্র জয়ী হয়েছিলেন প্রণব মুখার্জি। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই কেন্দ্রে কংগ্রেস ও সিপিএমের মধ্যে লড়াই হলেও নিবার্চনী লড়াইয়ে ছিল বিজেপি ছাড়াও ছোট কয়েকটি রাজনৈতিক দল।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।