আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের প্রথম পাঁচ তারকা হোটেল তৈরি হচ্ছে রাজধানী আগরতলায়। এ উপলক্ষ্যে শুক্রবার একটি চুক্তিও সাক্ষরিত হয়েছে।
ত্রিপুরায় তৈরি হতে যাওয়া এই হোটেলটির নাম হবে ত্রিপুরা অশোকা হোটেল। এ জন্য আই টি ডি সি এবং রাজ্য সরকারের সংস্থা টি টি ডি সি’র মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রথম পর্যায়ে হোটেলটি হবে তিন তারকা ক্যাটাগরির। ধাপে ধাপে এটি পাঁচ তারকায় উন্নীত হবে।
আই টি ডি সি ভারতের বড় বড় প্রায় সব ফাইভ স্টার হোটেল চালায়। যার মধ্যে দিল্লির অশোকা হোটেল অন্যতম।
চুক্তি অনুযায়ি হোটেলটিতে ত্রিপুরা রাজ্য সরকারের শেয়ার থাকবে ৪৯ শতাংশ এবং আই টি ডি সি’র শেয়ার থাকবে ৫১ শতাংশ।
ভারতের মধ্যে পর্যটন ক্ষেত্রে ত্রিপুরা এখন একটি উল্লেখযোগ্য নাম। বহু পর্যটক প্রতি বছর এখানে আসলেও এ রাজ্যে কোন ৫ তারকা হোটেল না থাকায় পর্যটকদের অনেক ঝামেলায় পড়তে হয় বলে মনে করে রাজ্য সরকার।
এছাড়াও ভালো আবাসন ব্যবস্থার অভাবে এখানে কোন বড় ক্রীড়া আসর করা যাচ্ছে না বলেও মন্তব্য স্থানীয়দের। আর এই ঘাটতি কাটিয়ে উঠতেই তারকামানের হোটেল নির্মাণে এগিয়ে এসেছে সরকার।
সার্কিট হাউস এলাকার পূর্বতন রাজর্ষি যাত্রী নিবাসের ২.৬৫ একর জায়গায় এই হোটেল তৈরি হবে এই হোটেল।
আগামী ৩০ মাসের মধ্যে হোটেলের নির্মান কাজ শেষ করা হবে। পর্যটন মন্ত্রী অনিল সরকার বলেন, ‘পর্যটন বাণিজ্যের শুভ যাত্রা শুরু হল। আগামী দিনে এই ত্রিপুরা কোথায় গিয়ে পৌঁছবে তার ধারনাই করা যাচ্ছেনা। আমরা চাই ত্রিপুরা এভাবেই ধীরে ধীরে অগ্রগতির সুপান করে থাকুক। ’
স্থানীয় সময়: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১২
আগরতলা করেসপন্ডেন্ট/ আরএম/