ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সোমবার ২ স্বরাষ্ট্র সচিব যাচ্ছেন ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব আসছেন ত্রিপুরায়। আগামী ১৫ অক্টোবর তারা রাজ্যে আসছেন।



রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে,  ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব আর কে সিং এবং বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মঞ্জুর হোসেন ত্রিপুরায় আসছেন মাত্র কয়েক ঘণ্ট‍ার সফরে।  


আর কে সিং বাংলাদেশের স্বরাষ্ট্র সচিবকে সঙ্গে নিয়ে আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকবেন। এরপর আখাঊড়া সীমান্তেই তারা মিলিত হবেন উচ্চ পর্যায়ের বৈঠকে। ম‍ূলতঃ আখাঊড়া সীমান্ত’র সুসংহত স্থল বন্দরের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিতেই তাদের এই সফর।

গত বছর জুন মাসে ভারত সরকারের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদাম্বরম এই স্থল বন্দরটির  ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এদিকে দুই রাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব স্তরের এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনে চরম ব্যস্ততা শুরু হয়ে গেছে।

বাংলাদেশ সময় : ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৩,  ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।