ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঢাকা-আগরতলা-কলকাতা সরাসরি বাস চালুর প্রস্তাব

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১২

নয়াদিল্লি: কলকাতা-ঢাকা এবং ঢাকা-আগরতলা বাস পরিষেবা চালুর পর এবার ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে ঢাকা-আগরতলা-কলকাতা সরাসরি বাস পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছে।

এ পরিষেবা চালু হলে কলকাতা থেকে আগরতলার দূরত্ব অনেক কমে যাবে।

এখন সড়কপথে কলকাতা থেকে আগরতলা যেতে হলে আসাম ও মেঘালয় হয়ে ঘুর পথে যেতে হয়। এর ফলে দূরত্ব পড়ে ১ হাজার ৬৮০ কিলোমিটার।

ট্রেন বা বিমান ছাড়া এ রুটে সরাসরি যাওয়ার কোনো সুযোগ নেই। এ রুটটি চালু হলে দূরত্ব সাড়ে ৩৫০ কিলোমিটার কমে আসবে।

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়য়ের সচিব একে উপাধ্যায় বলেছেন, এ মাসের শেষে একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি নয়াদিল্লি আসছেন, তখন বিষয়টি নিয়ে আলোচনা হবে।

 ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।