কলকাতা: কোনোক্রমে পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভার উপনির্বাচনে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ বিজয়ী হওয়ার পর জোট শরিক তৃণমূল ও কংগ্রেসের তীব্র বাকযুদ্ধ শুরু হল।
উল্লেখ্য এ নির্বাচনে জোট ভেঙে গেলেও কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেয়নি তৃণমূল।
আর এ প্রার্থী না দেওয়াকে কটাক্ষ করে রাজ্য কংগ্রেসের হেভিওয়েট নেতা ও সাংসদ অধীর চৌধুরী শনিবার সন্ধ্যায় বলেছেন, ওখানে প্রার্থী দেওয়ার মতো অবস্থায় ছিল না তৃণমূলের। হারের ভয়ে প্রার্থী দেয়নি। আমরা তৃণমূলের দয়ার ভোটে জয় পায়নি। বরঞ্চ ওরা ভোটারদের বিজেপি, সিপিএমকে ভোট দিতে প্ররোচনা দিয়েছে ।
এ মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেছেন,আমরা কেনো প্রার্থী দিইনি, তা ওনার না জানলেও চলবে। সাহস থাকলে অধীর চৌধুরী লোকসভা থেকে পদত্যাগ করে আবার ভোটে দাঁড়ান। দল চাইলে আমি তার বিরুদ্ধে প্রার্থী হব। দেখব ওনি জিততে পারেন কীনা।
রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম কংগ্রেসের বিজয়ী প্রার্থী অভিজিৎ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, অধীর চৌধুরীর গুন্ডামির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। তাই ওদের ভোটের মার্জিন কমেছে।
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর