ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা নিরাপত্তায় ডগ স্কোয়াড ও কম্যান্ডো বাহিনী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করছে পুলিশ। আগরতলায় নামানো হয়েছে ডগ স্কোয়াড ও কম্যান্ডো বাহিনী।

চাঁদা আদায়ের ক্ষেত্রে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে পুলিশ।
 
নিচ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে রাজধানী আগরতলাকে। সেই সঙ্গে চলছে ব্যস্ততম এলাকায় বোমা স্কোয়াড ও ডগ স্কোয়াডের তল্লাশি অভিযান। রাজধানী আগরতলার রাধানগর মোটর স্ট্যান্ড এলাকাসহ বেশ কিছু ব্যস্ততম এলাকায় দিনভর চলেছে ডগ স্কোয়াডের তল্লাশি।

মূলতঃ এই পুজোর চারদিন সন্ত্রাসবাদীরা যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে দিকে লক্ষ্য রেখেই চলেছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে পুজোর আগ ম‍ুহূর্ত পর্যন্ত চলবে এই অভিযান।
 
চাঁদার দৌরাত্ম ঠেকাতে পুলিশ প্রশাসন শনিবার  রোববার বৈঠক করছে শহর এবং শহরতলীর প্রত্যেক ক্লাব কর্মকর্তাদের সাথে। চাঁদা আদায়ের ক্ষেত্রে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে পুলিশ।
 
হাতে গুনে আর ৭দিন বাকি পুজোর। ক্লাবসহ কুমোর পাড়াতে এখন ব্যস্ততা তুঙ্গে। সেই সাথে জমে উঠেছে বাজার গুলিও। প্রত্যেকটি দোকানে দোকানে ক্রেতাদের অসংখ্য ভিড়।

মাকে বরণ করে নেওয়ার জন্য ব্যস্ততা এখন সব দিকেই। সেই সাথে পুজোর চারটা দিন যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে চলেছে রাজ্যের পুলিশ প্রশাসন। নিচ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে রাজধানী আগরতলাকে।

বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪,  ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।