ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কর্তৃপক্ষের খামখেয়ালি: ত্রিপুরায় ফরেস্ট গার্ডের মৌখিক পরীক্ষার্থীদের ভাঙচুর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ফরেস্ট গার্ড পদে মৌখিক পরীক্ষা দিতে এসে হঠাৎ শুনলেন পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। তপ্ত রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর কর্তৃপক্ষের এ খামখেয়ালিতে উত্তেজিত হয়ে ভাঙচুর চালিয়েছেন চাকরি প্রার্থীরা।

পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে গত ৩ অক্টোবর থেকে ফরেস্ট গার্ডে মৌখিক পরীক্ষা শুরু হয় গান্ধী গ্রামের ফরেস্টের জাইকা অফিসসহ সবক’টি অফিসে।

অন্য দিনের মতো মঙ্গলবার ভোর ৪টা থেকে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার আগেই দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় তারিখ পরিবর্তন হয়েছে। তীব্র রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা প্রার্থীরা এ কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন।

তারা দপ্তরের প্রধানের কাছে এর কারণ এবং আগেই কেনো পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি তা জানতে চান। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজনীয় নয়। ক্যান্ডিডেটরা যেনো নিজ দায়িত্বে খোঁজ খবর নেন।

এ কথা শুনে চটে যান ক্যান্ডিডেটরা। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ হয়ে তারা অফিসে ভাঙচুর চালান।

এরমধ্যে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যান্ডিডেটদের ওপর লাঠিচার্জ করে। এতে বেশক’জন আহত হন।

পরে তারা নাগেরজলা বাসস্টেন্ডের সামনে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে আটকে যায় যানবাহন। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এ ইন্টারভিউকে কেন্দ্র করে গত ৮ অক্টোবরেও ফরেস্টের জাইকা অফিসে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। সেদিনও ইন্টারভিউ দিতে আসা ক্যান্ডিডেটদের ওপর লাঠি চার্জ করা হয়।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
এমজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।