আগরতলা (ত্রিপুরা) : মানব দেহের বিভিন্ন কোষ, কলা ও অঙ্গ-প্রত্যঙ্গ দান করার বিষয়ে একটি আইন প্রণয়নের চেষ্টা করছে রাজ্য সরকার।
এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
তিনি জানান, মরণোত্তর দেহদান, চক্ষুদান, শরীরের বিভিন্ন অঙ্গ, প্রত্যঙ্গ, কোষ কলা দানের মাধ্যমেও মৃত্যুর পরও মানুষের জন্য কাজ করা যায়।
এই বিষয় আরও বেশি প্রচারে আনা প্রয়োজন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রক্তদানের পাশাপাশি মরণোত্তর দেহদান এবং চক্ষুদান নিয়ে উৎসাহ আছে রাজ্যে। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কোষ কলা দান সম্পর্কে তেমন ধারনা নেই। কেন্দ্র এই সম্পর্কিত একটি আইন করেছে। মানিক সরকার জানান, রাজ্যেও আমরা চেষ্টা করছি একটি আইন করার।
কবে নাগাদ এই আইন বা আইনের খসরা তৈরি হবে সে সম্পর্কে মুখ্যমন্ত্রী কিছু জানান নি।
বাংলাদেশ সময় : ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
এলএইচ/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com