নয়াদিল্লি : কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রাহুল গান্ধী বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করলেন। তাদের মধ্যে এদিন বৈঠক অনুষ্টিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীসভার রদবদল নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী বারবার রাহুল গান্ধীকে মন্ত্রীসভায় যোগদানের জন্য অনুরোধ করেছেন।
নতুন কিছু মুখ আনা নিয়ে তাদের কথা হয়েছে।
জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া এবং শচীন পাইলটকে রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী।
ইতোমধ্যে মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে পশ্চিমবঙ্গ থেকে অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি এবং প্রদীপ ভট্টাচার্য়ের নাম শোনা যাচ্ছে।
যদিও এই বৈঠকের ব্যাপারে কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
কংগ্রেসের পক্ষ থেকেও রাহুল গান্ধীকে মন্ত্রী সভায় যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে । কারণ তিনি দলের একটি বিরাট ভূমিকা পালন করেন। সেই সঙ্গে তিনি সরকারের কাজও করেন।
এদিকে, মঙ্গলবারই প্রধানমন্ত্রী মনমোহন সিং রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন। সম্ভবত মন্ত্রিসভার রদবদল নিয়ে তাদের কথা হয়। এক ঘন্টা ধরে চলে এই বৈঠক। অনুমান করা হচ্ছে- শুক্রবারের মধ্যে এর পরিবর্তন হবে।
এই বৈঠকের বিষয়েও রাষ্ট্রপতিভবন থেকে কিছু জানানো হয়নি।
তৃণমূল এবং ডিএমকের প্রতিনিধিরা ইউপিএ-২ থেকে বেরিয়ে যাওয়ায় মন্ত্রিসভা পুনর্বিন্যাসের প্রয়োজন হয়ে পড়েছে।
বাংলাদেশ সময় : ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com