কলকাতা : আর মাত্র ২দিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গাপুজো। পুজোর দিনগুলোকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হচ্ছে কলকাতা শহরকে।
ইতোমধ্যেই কলকাতার বেশ কয়েকটি পুজোমণ্ডপ উদ্বোধন হয়ে গেছে। আগামী শনিবার মহাষষ্টী পর্যন্ত সবগুলো মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। শহরে এই উদ্বোধন উপলক্ষে অবস্থান করছেন হাইপ্রোফাইল ভিআইপিরা।
তাদের নিরাপত্তা ও পুজোর দিনগুলোতে শহরে আগত দেশি-বিদেশিরা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ যৌথভাবে কাজ করবে নিরাপত্তা নিশ্চিত করতে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা দফতরের পক্ষ থেকে বিভিন্ন বাজার, ঘনবসতিপূর্ণ অঞ্চল, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে নজরদারি চালানো হবে ইভটিজিং, ছিনতাই ও নাশকতা রুখতে।
পুজোর এই কটি দিনে মোট ২৬ হাজার পুলিশ মাঠে থাকবেন। ৪টি সাব-কন্ট্রোল রুম খোলা হয়েছে। শহরে ৪০টি পুলিশ পিকেট থাকছে। ৬৭ রেডিও ফ্লাইং স্কোয়াড, ২২টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ও কুইক রেসপন্স টিম থাকছে।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপে, প্রধান সড়কের মোড়ে, ঘনবসতিপূর্ণ অঞ্চলে ক্লোজড সার্কিট টিভি থাকবে। থানা ও প্রতিটি ডিভিশনে অতিরিক্ত পুলিশসহ স্পেশাল টিম থাকছে। যে কোনো সমস্যায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ, পুলিশের কিয়স্ক ও লালবাজার কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করা যাবে।
এর পাশাপাশি শহরে রেঁস্তোরা ও পানশালা গুলোতেও কড়া নজরদারি থাকবে। পানশালায় রাত ১১টা ২০ মিনিটের মধ্যে শেষ পান-আহার পাওয়া যাবে। এরপর বার বা কিচেন থেকে কোনো পানীয় পাওয়া যাবে না।
গান-বাজনার আসর বন্ধ করতে হবে রাত ১১টা ৪৫ মিনিটের মধ্যে। রাত ১২টায় সব রেঁস্তোরা ও পানশালা বন্ধ করতে হবে।
বাংলাদেশ সময় : ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com