কলকাতা: রোববার মহাসপ্তমী। মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে বার্ষিক এই মেগা ইভেন্টের ধর্মীয় আচার-আচরণ শুরু হয়েছে।
এদিন সকাল থেকে কলকাতার গঙ্গার ঘাটে-ঘাটে ঢাকের আওয়াজ। সেখানে নবপত্রিকা স্নানের পর তা মণ্ডপে নিয়ে আসা হয়।
ষষ্টীর দিনে কলকাতা নগরী মায়াপুরীতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। বিকেল থেকেই রাস্তায় নেমে পড়েছিল উৎসবমুখর জনতা। রাত যত বেড়েছে পাল্লা দিয়েছে বেড়েছে জনতার ঢল। উত্তর বনাম দক্ষিণের ভিড়ের লড়াই। অষ্টমী-নবমীর ভিড় এড়াতেই নিশ্চিন্তে ঠাকুর দেখতেই আগে থেকে বেড়িয়ে পড়েছেন বহু মানুষ।
এদিন অবশ্য সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় শুরু হয়ে গেছে। এদিকে পূজা উপলক্ষ্যে শহরে জোরদার নিরাপত্তা। প্রতিটি রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ফেরিঘাটে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে। জায়গায় জায়গায় বসানো হয়েছে মেটালডিটেক্টর।
কলকাতা বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জনতাকে দশনার্থীদের খুশির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন আকাশ পরিষ্কার থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১২
আরডি/ জেডএম