কলকাতা: গত ৩ দিনের ভিড়কে ছাপিয়ে গেল মহানবমীর প্রতিমা দর্শনের ভিড়। কলকাতায় ব্যাপক মানুষের আগমনের চাপে জনজীবন এখন প্রায় ভেঙে পড়েছে।
সরকারিভাবে কলকাতা শহরে এবার সার্বজনীন দুর্গাপূজা হচ্ছে এক হাজার ২৫০টি। কিন্তু বাড়ির পূজা অন্যান্য ছোট পূজা মিলিয়ে এই সংখ্যা প্রায় ২ হাজারের কাছাকাছি। সোমবার সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়াও সঙ্গে সঙ্গে কলকাতার প্রবেশ পথ শিয়ালদহ ও হাওড়া ম্টেশন দিয়ে লাখ লাখ মানুষের জনস্রোত শহরের বুকে আছড়ে পড়ছে।
ভিড় সামলাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে বেলা ৩টা পর সর্বত্র অট রিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। অধিকাংশ রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগানো হয়েছে। বাণিজ্যিক ট্যাক্সি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সবকটি প্রধান সড়ক এখন দর্শনাথীদের দখলে।
কলকাতা নাকতলা উদয়ন সংঘে থিম পূজায় এবার ব্যাপক জনসমাগম। টন টন পিতল আর মেহগনি কাঠের একটি বিশাল প্রজাপতির মণ্ডপের সামনে অগনিত মানুষের ভিড়।
সিকদার বাগানের ৪০০টি দাড়িপাল্লায় তৈরি মণ্ডপ দেখতে প্রচুর মানুষ আসছেন। ধুতরো ফুলের আদলে সেরামিক দিয়ে মণ্ডপ বানিয়েছে এবার নলিন সরকার স্ট্রীট।
মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রনী এবার নজরকাড়া পূজা। শিল্পী ভবতোষ ছুতার এখানে অসুরের বদলে নিজের মূর্তি বসিয়েছেন। এখানে ঝুলন্ত অবস্থায় দেবী দুর্গার প্রতিমা বিস্ময় সৃস্টি করেছে।
বড়িশা ক্লাবে প্রতিমার মুখে জ্যোতির্ময়ীভাব ফোটাতে ব্যবহার করা হয়েছে ২ ভরি স্বর্ণ। দেবীর চোখের মনিতে ২০০টি হিরে বসানো হয়েছে। এটি কলকাতার এবারের সবচেয়ে দামী প্রতিমা।
গোয়ার সমুদ্র তটকে মণ্ডপে তুলে এনেছে মন্ত্রী অরূপ বিশ্বাসের পূজা সুরুচি সংঘ। এখানে শুধু মণ্ডপ নয়, দর্শনাথীরা গোয়ার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারছেন।
অতীতে চায়ের ভাড়ের মণ্ডপ করে তাক লাগানো বোসপুকুর শিতলা মন্দির এবার কয়েক হাজার যানবাহনের চাকা দিয়ে মণ্ডপ করেছে।
ক্লোনিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অভিনব মণ্ডপ করেছে শিবমন্দির। এখানে ২২ ফুটের রক্তবীজ অসুরকে হত্যা করছেন দেবী দুর্গা।
কয়েক শো ডিঙি নৌকা ও একহাজার মৌমাছির চাক দিয়ে মণ্ডপ করেছে সেলিমপুর পল্লী ক্লাব।
এ রকম অসংখ্য থিমের ভিড়ে কলকাতার পূজা হারিয়ে গেলেও এখন বেশ ক’টি সার্বজনীন পূজা কমিটি আছে, যারা থিমে না গিয়ে ঐতিহ্যকেই ধরে রাখা চেষ্টা করছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১২
আরডি/ জেডএম