কলকাতা : গোয়ালপাড়ার বাড়িতে এখন শুধুই শূণ্যতা। এবার তিনি আসেননি।
কবিগুরুর শান্তিনিকেতনের প্রান্তিকের এই বাড়ি জুড়ে এখন শোকের ছায়া ৷শেষবার গত সেপ্টেম্বরে এসেছিলেন সুনীল গাঙ্গুলি। বাড়ির বাগানে শূন্য দোলনা৷। ফুটেছে নতুন গোলাপ ৷একাকী, নিঃসঙ্গ বাড়িটা তার অপেক্ষায়৷ কিন্তু,এখন এ অপেক্ষা, অন্তঃহীন৷
প্রান্তিকের গোয়ালাপাড়ায় এই বাগান বাড়িটির কবি আদর করে নাম রেখেছিলেন ‘একা এবং কয়েকজন’৷ কলকাতা থেকে মাঝেমধ্যেই ছুটে আসতেন এখানে৷ সকাল, সন্ধ্যায় বসত বন্ধু সহযোগে আড্ডা ৷
আড্ডার মধ্যমণি অবশ্যই তিনি ৷শেষবার এসেছিলেন সেপ্টেম্বরে ৷বাগানের ফুল গাছ গুলোর পরিচর্যা করতেন, তেমনই শিশুর মতো খেলায় মেতে উঠতেন বাড়ির ভিতরে পুকুরের হাঁসগুলোর সঙ্গে ৷
তার প্রয়াণে শোকস্তব্ধ প্রান্তিক ৷ ভারাক্রান্ত হৃদয়ে প্রতিবেশীর স্মৃতিচারণা করলেন ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ৷
বললেন, আমি একা হয়ে গেলাম। পাশের মানুষগুলো কেমন না বলে চলে যাচ্ছে। বাংলা সাহিত্যের সব শাখায় ওর অবাধ বিচরণ ছিল। সাহিত্য জগৎ-এ এ রকম প্রতিভা বার বার আসে না।
বাংলাদেশ সময় :১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com