কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যে ফের গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার অভিযুক্ত ভারতের নামী ২ ফুটবল ক্লাবের ৩ খেলোয়াড়ের বিরুদ্ধে।
উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ দমদমের একটি আবাসনে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷
পুলিশ জানিয়েছে, উত্তর দমদমের ওই আবাসনের তিনতলায় থাকতেন ভারতের নামী ক্লাব ইস্টবেঙ্গলের ফুটবলার জগপ্রীত সিংহ, প্রয়াগ ইউনাইটেডের ফুটবলার বলদীপ সিংহ, যশপাল সিংহ এবং তাদের কাজের লোক রবি সিংহ৷
অভিযোগ করা হয়ছে, সোমবার রবি সিংহ ১৪ বছরের এক কিশোরীকে ফ্ল্যাটে ডেকে আনেন৷ তারপর ৪ জন মিলে তাকে ধর্ষণ করেন৷ পরে বিকেলে ওই কিশোরীকে ছেড়ে দেওয়া হয়৷ বাড়ি ফিরে ওই কিশোরী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে৷
বুধবার সকালে পরিবারের সবাইকে সে ঘটনাটি জানায়৷ এরপরই ওই কিশোরীর পরিবারের সদস্যরা আবাসনে গিয়ে অন্যান্য বাসিন্দাদের ঘটনাটি জানান৷
এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একটা পর্যায়ে অভিযুক্তদের মারধর শুরু হলে সুযোগ বুঝে বলদীপ ও যশপাল সিংহ পালিয়ে যান৷
এরপরই দমদম থানার পুলিশ এসে অভিযুক্ত জগপ্রীত ও রবিকে গ্রেফতার করেছে৷ তাদের জেরা করে বাকি দু’জনের খোঁজ চলছে৷
অভিযুক্তদের বিরুদ্ধে দমদম থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ওই কিশোরীর পরিবার৷
এদিকে গণধর্ষণে অভিযুক্ত প্রয়াগ ইউনাইটেডের বলদীপ সিংহকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে তার ক্লাব৷
ক্লাবের পক্ষ থেকে দীপন ব্যানার্জি বাংলানিউজকে বলেন, কোনো অপরাধের দায়ে নেবে না ক্লাব৷ ফুটবলাররা আইনি লড়াই লড়লে পাশে দাঁড়াবে না ক্লাব ৷
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর