আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় হচ্ছে জাতীয় মানের সার কারখানা। এতে রাজ্য সরকারেরও অংশীদারিত্ব থাকবে।
তিনি জানান, ও এন জি সি রাজ্যে একটি সার কারখানা গড়ে তুলছে। এতে ব্যয় হবে পাঁচ হাজার কোটি টাকা। ও এন জি সির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল রাজ্য সরকার এর অংশীদার হবে কি না?
মুখ্যমন্ত্রী এদিন জানান, বুধবার রাজ্য মন্ত্রিসভার এক বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় রাজ্য সরকার এ সার কারখানার অংশীদার হবে।
মানিক সরকার বলেন, “সংস্থা বাজারে দুই হাজার কোটি টাকার শেয়ার ছাড়বে। এ থেকে রাজ্য সরকার দশ শতাংশ অর্থাৎ দু’শ’ কোটি টাকার শেয়ার কিনবে।
এ কারখানাটি হবে ত্রিপুরার উত্তর বা ঊনকোটি জেলায়। সেখানে খুবলাম গ্যাস ভাণ্ডার রয়েছে। সেই গ্যাস ভাণ্ডার থেকেই গ্যাস দেওয়া হবে সার কারখানায়। কারখানা গড়ার জন্য ওই দুই জেলার জেলাশাসকদের জমি খুঁজতেও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এ সার কারখানাটি সারা দেশের চাহিদা মেটাবে। এমনকি পড়শি বাংলাদেশও যদি সার নিতে চায়, এ কারখানা থেকে নিতে পারবে।
এর আগে আরও একটি বেসরকারি সংস্থা ত্রিপুরায় একটি সার কারখানা গড়ার জন্য অনুমোদন চেয়ে রেখেছিল।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১২
প্রতিনিধি/ জেডএম