আগরতলা (ত্রিপুরা): বুধবার আরও একটি সামাজিক সুরক্ষা ভাতা চালু করেছে ত্রিপুরার বামফ্রন্ট সরকার। এবার থেকে জেলেরাও মাসিক চারশ’ টাকা করে ভাতা পাবেন।
বুধবার মহাকরণে এ ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি জানান, বুধবার রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে জেলে বা মৎস্যজীবীদের ভাতা দেবার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
গত ১৬ অক্টোবর সেলুন কর্মচারী, ধোপা,ক্ষৌরকর্মী ও মোটর শ্রমিকদের মাসিক ভাতা দেবার ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
১৪ দিনের মধ্যে আরও একটি অংশের মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনার সিদ্ধান্ত নিল সরকার।
বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ সম্মেলন করে জানান, ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার জেলেদের ভাতা দেবার বিষয়টি কার্যকর করবে।
তিনি বলেন, দেশের মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে জেলেদের ভাতা দেবার বিষয়টি চালু হল।
রাজ্য সরকার এজন্য আবেদন করতে বলেছেন এ পেশায় জড়িতদের।
রাজ্য সরকার সামাজিক সুরক্ষার কর্মসূচী অনুযায়ী রাজ্যে এখন ২১টি ভাতা প্রকল্প চালু করেছে। এর মধ্যে মাত্র তিনটির আংশিক টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বাকি ১৮টি ভাতা রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে চালাচ্ছে।
মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো জানান, রাজ্যে কর্মরত হোমিওপ্যাথিক ডাক্তারদের চাকরির বয়সসীমা ৫৮ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর