আগরতলা (ত্রিপুরা): মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরার কাঞ্চনপুর থেকে টাকাসহ দুই জঙ্গি নেতা ধরা পড়েছেন।
ধৃত দুজন বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি’র শীর্ষ নেতা বলে জানিয়েছে পুলিশ।
তাদের কাছে পাওয়া গেছে নগদ দুই লাখ রুপি। মিজোরামের জঙ্গি গোষ্ঠীর কাছে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই ৪০ হাজার ভারতীয় টাকাসহ ধরা পড়েছিলেন মিজোরামের উদলা (বি) জঙ্গি সংগঠনের তিন মিজো জঙ্গি। ত্রিপুরার চুড়াইবাড়ী থানা এলাকায় পুলিশ তাদের আটক করে। ধৃতদের তল্লাশি চালিয়ে ৪টি মোবাইল ও ৮টি বিভিন্ন বেসরকারি কোম্পানির সিম বাজেয়াফত করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মিজোরামের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ত্রিপুরার এনএলএফটি জঙ্গিদের সখ্যতা গড়ে উঠেছে। ত্রিপুরার জঙ্গিরা কিছুটা হীনবল হয়ে পড়ায় তারা চাইছেন মিজোরামের জঙ্গিদের সাহায্য নিতে। এ কারণে দু’দিন আগে তিন মিজো জঙ্গি রাজ্যে এসেছিলেন বৈঠক করতে। পরে তারা পুলিশের জালে ধরা পড়েন।
মঙ্গলবার রাতে মনোজিত রিয়াং এবং পুষ্পরাম রিয়াং টাকা নিয়ে মিজোরাম যাচ্ছিলেন। কাঞ্চনপুর থেকে মিজোরাম সীমান্ত খুব কাছেই। যাবার পথেই গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর