কলকাতা: সদ্যপ্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা আগামী রোববার কলকাতার রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হবে।
এই স্মরণসভা থেকে রাজনীতিকে দূরে রাখতে তাঁর পরিবারের পক্ষ থেকে কোন রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।
প্রয়াত কবির কৃত্তিবাস পত্রিকাকে সঙ্গে নিয়ে পরিবারের তরফ থেকে আয়োজিত এই স্মরণসভায় সাধারণ মানুষের অবাধ প্রবেশের পাশাপাশি যে আমন্ত্রিতদের তালিকা তৈরি করা হয়েছে, তাতে নেই কোনও রাজনৈতিক ব্যক্তির নাম।
এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কারও নামই নেই এই তালিকায়৷
তাঁর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, খুব সচেতনভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমন্ত্রিতের তালিকায় গুরুত্ব পেয়েছেন বিভিন্ন মহলে সুনীলের বন্ধুরা।
সুনীলকে স্মরণ করার জন্য অনুরোধ করা হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, মৃণাল সেন প্রমুখের।
কিন্তু কেন পরিবারের এমন সিদ্ধান্ত? সুনীল কোনদিন প্রত্যক্ষ রাজনীতিতে জড়াননি। যদিও প্রকাশ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পনীতির পক্ষে কথা বলেছেন।
কলকাতায় মেট্রো রেল স্টেশনের নামবদল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন কলেজে অধ্যক্ষ নিগ্রহসহ একাধিক বিষয়ে বর্তমান রাজ্য সরকারের বিরোধিতায় সরব ছিলেন সুনীল।
বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজ্য শিশু কিশোর অ্যাকাডেমির শীর্ষপদ থেকে সুনীলকে সরিয়ে দিয়েছিল, সেই সরকার প্রধানই তাঁর শেষকৃত্য অনুষ্ঠান করেছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় স্মরণ অনুষ্ঠানে থাকছে লেখকের নিজের গলায় রেকর্ড করা কবিতা। তারই সঙ্গে নীল লোহিতের প্রিয় রবীন্দ্রনাথের গান।
কবিপুত্র শৌভিক বাংলানিউজকে বৃহস্পতিবার বিকালে বলেন, কৃত্তিবাস পত্রিকাই এই অনাড়ম্বর এবং আন্তরিক স্মরণসভা আয়োজনের প্রধান উদ্যোক্তা।
বাংলাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১২
আরডি/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর,সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com