নয়াদিল্লি: ভারতের অন্ধ্রপ্রদেশে রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তেলেগু দেশম পার্টির (টিডিপি) অন্যতম শীর্ষ নেতা ও সাবেক কে ইয়েরান নাইডু (৫৫)।
শুক্রবার ভোরে শ্রীকাকুলাম জেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সাবেক কেন্দ্রীয় এ মন্ত্রীর গাড়ি।
এদিন দিবাগত রাত ২টার দিকে হায়দরাবাদ থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রীকাকুলামে ফেরার পথে নাইডুর গাড়ি একটি অয়েল ট্যাঙ্কারকে পেছন থেকে ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে রাজীব গান্ধি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আরআইএমএস)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সব রকমের প্রয়াস ব্যর্থ হলে ভোর সাড়ে ৩টা নাগাদ টিডিপির এ পলিটব্যুরো সদস্যকে মৃত ঘোষণা করা হয়।
নাইডুর গাড়িতে আরও ৪ জন ছিলেন। দুর্ঘটনায় তারাও আহত হয়েছেন। এদের মধ্যে ২ জন চিকিৎসাধীন।
চারবারের সাংসদ নাইডু ১৯৯৬-৯৮ পর্যন্ত ভারতের গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে। এদিনই নিজের গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর