মুম্বাই: ভারতের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা গিরিশ কারনাড কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দ্বিতীয় শ্রেণীর নাট্যকার বলে মন্তব্য করেছেন।
শুক্রবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মারাঠি ওই নাট্য ব্যক্তিত্ব বলেছেন, কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর অতুলনীয়। তবে নাট্যকার হিসেবে উনি একেবারেই বি গ্রেড। ওনার লেখা নাটক মুক্তধারা,রাজা,রক্তকরবী নাকি অপাঠ্য আর প্যানপ্যানে রচনা।
তিনি আরও বলেছেন,“নাট্যকার রূপে উনি একেবারেই নিজের মান রাখতে পারেননি। ওনার লেখা নাটক পড়া যায় না। এত ড্রামা আর মেলোড্রামার ছড়াছড়ি যে, একটা সময়ের পর সেই লেখা হজম করা দায়!”
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা,নভেম্বর ০৯,২০১২
আরডি/সম্পাদনা:আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর