ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেসের অভিযোগ অস্বীকার সিপিএমের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ক্ষমতাসীন কংগ্রেসের পক্ষ থেকে তোলা অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। এক সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশের প্রধানমন্ত্রীকে পাগল বলেছেন বলে দাবি করেন কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মণ।

এই ঘটনায় মানিক সরকারকে তিন দিনের চূড়ান্ত সময় সীমা বেধে দিয়েছে কংগ্রেস।

বুধবার বিকেলে কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ বলেন, ‘‘আগামী তিন দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য। তা না হলে যে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। যার জন্য পরে কংগ্রেসকে দায়ী করা যাবে না। ’’

এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক বিজম ধর বলেন, “মুখ্যমন্ত্রী এ ধরনের কোনো মন্তব্য করেন নি। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করছে কংগ্রেস। রাজনৈতিক ফায়দা তোলাই তাদের উদ্দেশ্য।

এর বিরুদ্ধে রাজ্যের মানুষকে প্রতিবাদে নামার আহবানও জানান তিনি।

বিজন ধর বলেন, “মুখ্যমন্ত্রী যখন এ ধরনের কোনো মন্তব্য করেননি তখন ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না। বরং কংগ্রেস সভাপতি এবং তার দলকে জনগণের কাছে মাপ চাওয়া উচিত। কারণ তারাই মানিক সরকারের বক্তব্য বিকৃত করছে। তারা মুখ্যমন্ত্রীর সম্পর্কে মর্যাদাহানিকর বক্তব্য রাখছে। ”

মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে যখন দুই রাজনৈতিক দল পরস্পরকে দোষারোপ করছে তখন কিন্তু মানিক সরকার একেবারেই চুপ। তার কাছ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তিনি এ ব্যপারে এখনো মুখ খোলেন নি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।