আগরতলা(ত্রিপুরা): ফের সিপিএমের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ত্রিপুরা কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মন। রোববার কুমারী টিলাস্থ বি টি কলেজ ক্যাম্পাস হলে অনুষ্ঠিত এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে সপ্তম বামফ্রন্ট সরকার গড়তে না দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন।
তিনি বলেন, “যে কোন মূল্যে বামফ্রন্ট সরকার গঠন আটকানো হবে। তার জন্য যা যা করার প্রয়োজন সব করা হবে। ” কিছুদিন আগেও ঠিক একই কথা বলেছিলেন তিনি। তখন সিপিএম দল তার এই বক্তব্যের নিন্দা জানিয়েছিল। সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘সুদীপ রায় বর্মণের এই বক্তব্যের মধ্য দিয়েই ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। ’
তবে তার যে কথা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল সে কথা আবারও বললেন সুদীপ রায় বর্মণ। বললেন, যে কোন ভাবেই সপ্তম বামফ্রন্ট সরকারকে আটকানো হবে।
এই সম্মেলনে রাজ্য সরকার কর্তৃক চরম আর্থিক বঞ্চনা এবং শিক্ষক কর্মচারী পেনসনার্সদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে দ্বিতীয় বারের মতো সুদীপ রায় বর্মণ পুনরায় সপ্তম বামফ্রন্ট গড়তে না দেওয়ার কথা প্রকাশ্যে তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর