কলকাতা: দুর্গা পূজার পর আবার আলোয় মালায় বর্ণিল মহানগরী কলকাতা। মঙ্গলবার কালীপূজা।
সোমবার সন্ধ্যা থেকেই ঘরে ঘরে প্রদীপ ও সড়কে বাহারি আলোয় মায়াবি হয়ে উঠেছে তিলোত্তমা কলকাতা।
এদিন রাত থেকেই কলকাতার পাশাপাশি বারাসত, সীমান্ত শহর বনগাঁর মতো কালীপূজার জন্য বিখ্যাত মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়তে দেখা যায়।
দক্ষিণ কলকাতার জানবাজার, থিয়েটার রোড, হরিশ মুখার্জি রোডের পূজার উদ্বোধনে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিকে এবারও নানা বিধিনিষেধকে অমান্য করেই সোমবার রাত থেকেই বেড়েছে শব্দ বাজির দৌরাত্ম। স্বাভাবিকভাবেই মঙ্গলবার তা কয়েকগুণ বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
যদিও পুলিশ থেকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এদিন সকাল থেকেই পথে নেমেছে। তবে শব্দ বাজির দাপাদাপি কতটা রোধ করা সম্ভব সে নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
এদিন সকাল থেকেই অশান্তি রুখতে কলকাতার প্রায় ১৫ হাজার পুলিশ ও ৩ হাজার হোমগার্ড পথে নামছে। অস্থায়ীভাবে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১ হাজার ৮ শো হোমগার্ড।
এছাড়াও ৩৫টি রেডিও ফ্লাইং স্কোয়াড ও ১৩টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড মাঠে নামছে। থাকছে ১৬টি মোবাইল ভ্যান ও পুলিশের ১০৪টি অটো রিকশা। এর পাশাপাশি কলকাতায় ৪৩৯টি জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২
আরডি/ জেডএম