নয়াদিল্লি: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ভারত সফরে এসে মায়নমারের রাজনৈতিক পরিবর্তন নিয়ে তার নিরাশা ব্যক্ত করেছেন।
ক্ষমতাসীন ইউপিএ-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর আমন্ত্রণে প্রায় ৪০ বছর পর নয়াদিল্লি এলেন সু চি।
বৃহস্পতিবার সু চি বলেন, “মিয়ানমারের রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে ভারত যেন অতিরিক্ত আশাবাদী না হয়। ”
তিনি বলেন, “তার ছাত্রজীবন ভারতেই কেটেছে। তার মা ছিলেন একজন ভারতীয় রাষ্ট্রদূত। ”
মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এই সরকারই তাকে ২২ বছর বন্দি করে রেখেছে। এরমধ্যে ১৫ বছরই গৃহবন্দী করে রাখা হয়েছিল তাকে। ভারতের এই সিদ্ধান্তে তিনি মর্মাহত। কিন্তু পশ্চিমের দেশগুলি জান্তা সরকারকে সমর্থন দেয়নি- বরং বিরোধীতা করেছে।
সু চি আবেগতাড়িত হয়ে আরো বলেন, “আমি ভারতের এই সিদ্ধান্তে শুধু হতাশ হইনি, দুঃখও পেয়েছি। কারণ আমার সঙ্গে ভারতের রয়েছে ব্যক্তিগত সম্পর্ক। আর দুই দেশের মধ্যে সম্পর্ক হল বন্ধুত্বপূর্ণ । ”
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২
আরডি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com