ঢাকা: বৃহস্পতিবার রাত থেকে ভারতে পেট্রোলের দাম লিটারে ৯৫ পয়সা করে কমানো হচ্ছে। বর্তমানে দেশটির রাজধানী দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে ৬৮.১৯ রুপি লিটারে যা সরকারি সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৯৫ পয়সা কমে হবে ৬৭.২৪ রুপি।
ভারতের প্রধান জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল সংবাদমাধ্যমকে জানায়, ওএমসি (অয়েল মার্কেটিং কোম্পানিজ) লিটারপ্রতি (স্থানীয় কর বাদে) প্রেট্রোলের দাম ৯৫ পয়সা কমিয়েছে। এর ফলে পেট্রোলের দাম কমে দিল্লিতে হবে ৬৭.২৪ রুপি, মুম্বাইতে ৭৩.৫৩, চেন্নাইতে ৭০.৫৭, কলকাতায় ৭৪.৫৫, হায়দ্রাবাদে ৭৩.৭৩ ও ব্যাঙ্গালোরে ৭৪.২২ রুপি।
প্রসঙ্গত, গত অক্টোবরের ২৯ তারিখে দিল্লি সরকার ডিলারদের (পাম্প মালিকদের) কমিশন বৃদ্ধির সূত্রে লিটার প্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা বাড়ানো হয়েছিল। এ নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল তখন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১২
একে