ঢাকা: ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের কলকাতার পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
শুক্রবার ঢাকার একটি বেসরকারি টিভি চ্যানেলে এই বিষয়ে খবর প্রচারিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
শাহাদাতের গ্রেফতারের বিষয়টি নিয়ে গোয়েন্দা পুলিশ ও র্যাবের কোনো কর্মকর্তা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাচ্ছেন না।
এদিকে বাংলাদেশ ও ভারত (কলকাতা) কোনো পক্ষ থেকেই বিষয়টি স্বীকার করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের এআইজি (ইন্টারপোল) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান , ‘শাহাদাত গ্রেফতারের খবর আমিও শুনেছি, তবে আমি নিশ্চিত না। আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করতে ভারতীয় (কলকাতার) পুলিশকে জানিয়েছি। ’
এআইজি ইন্টারপোল আরো বলেন, ‘শাহাদাতকে গ্রেফতারের জন্য বেশ কিছু আগে কলকাতা পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়। আমাদের অনুরোধের পরই তারা হয়তো শাহাদাতকে গ্রেফতার করে থাকতে পারে। শাহাদাত গ্রেফতার হয়ে থাকলে খুব শিগগিরই একটি সমঝোতার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ‘
তবে কলকাতায় অস্ত্রসহ শাহাদাতের গ্রেফতার হওয়ার খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত নয় বলে জানিয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ ও বাংলাদেশ উপ-হাইকমিশন।
এই খবরের সত্যতা নিশ্চিত করতে শনিবার বাংলানিউজের পক্ষে থেকে যোগাযোগ করা হয় কলকাতা পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সঙ্গে।
নাম প্রকাশে অনিচ্ছুক এসবি’র এক শীর্ষ কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন, আপাতত এই গ্রেফতারের বিষয়ে তাদের কাছে কোনো খবর নেই।
অপরদিকে এ বিষয়ে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব কনস্যুলেট তোফাজ্জেল হোসেন বলেন, ‘আমরাও শুনেছি। তবে, এখনো এই খবরের সত্যতা নিয়ে আমরা নিশ্চিত নই। ’
জানা যায়, বিগত জোট সরকারের সময় শাহাদাতসহ ২৩জন শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা প্রকাশ করেছিলো সরকার ।
বাংলাদশে সময়: ১৪৩৩ ঘণ্টা, নভম্বের ১৭, ২০১২
জেডএস/আরডি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com