কলকাতা: ভারতের সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনে জনবিরোধী নীতির প্রতিবাদে ইউপিএ-২ সরকারকে অনাস্থা প্রস্তাব এনে বোল্ডআউট করার হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শনিবার বিকেলে কলকাতার মহাকরণে মুখ্যমন্ত্রীর কক্ষে তৃণমূল সংসদীয় দলের বৈঠকে পর সাংবাদিকদের তিনি বলেন,“কেন্দ্র সরকার একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করছে।
তিনি আরো বলেন,“এই প্রস্তাব আনবেন তৃণমূলের পক্ষ থেকে সাংসদ সুদীপ ব্যানার্জি। ”
ভারতীয় সংসদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে কমপক্ষে ৫০ জন সাংসদের সমর্থন লাগে। যা তৃণমূলের নেই। তাই মমতা এই প্রস্তাব সমর্থনের জন্য বামদলগুলো ও বিজেপির সমর্থন চেয়েছেন।
তৃণমূলের এ অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী দীপা দাশমুন্সি।
তিনি বলেন,“যে কেউ সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে পারেন। কিন্তু তিনি (মমতা) এর জন্য সিপিএম,বিজেপির সমর্থন চাইলেন। এতদিন বলা হচ্ছিল, সিপিএম কংগ্রেসের ‘বি’ টিম। এবার তৃণমূল শুধু সিপিএমের নয়,বিজেপির ‘বি’ টিম হতে যাচ্ছে। ’’
রাজ্য বিজেপির নেতা অধ্যাপক তথাগত রায় বলেন,“তিনি কবে আবার কংগ্রেসে ফিরে যাচ্ছেন বরং সেটা বললে ভালো হয়। বিজেপির হাত আগে অনেকবার ধরেছেন। এবারও ধরছেন। আবার কংগ্রেসে ফিরে গেছেন। এটাই তাঁর রাজনীতি। ”
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com