কলকাতা: প্রতি বছরের মতো ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের উদ্যোগে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের স্মরণে কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠান এবার হচ্ছে না বলে জানা গেছে।
ইর্স্টান কমান্ডের সূত্রে জানা গেছে, ব্যয় কমানোর কথা ভেবেই এবার দিনটিতে মার্চপাস্ট মিলিটারি টাট্টু প্রদর্শন করবে না ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ।
আর্থিক মন্দার কারণে অনুষ্ঠান বাতিল হওয়ার পর বেসরকারি সংস্থার সাহায্যে অনুষ্ঠান করার কথা ভাবা হলেও কোনো বেসরকারি সংস্থার সাড়া পাওয়া যায়নি বলেও জানায় ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ।
প্রতি বছর এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানিয়ে সম্মান প্রদর্শন করা হয়। এবার তা হবে কিনা তারও কোনো নির্দেশ আসেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে জানা গেছে, ২০১৩ সালের জানুয়ারিতে কলকাতা ময়দানে এ ধরনের একটি ছোট অনুষ্ঠান করা হবে। এর নাম দেওয়া হয়েছে ‘নো ইওর আর্মি’।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
আরডি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর