ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বাবা-মা ও স্ত্রী হত্যাকারীর মৃত্যুদণ্ড

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বাবা- মা এবং স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন রাজ্যের আদালত। দক্ষিণ জেলার দায়রা আদালত আসামি অর্জুন বিশ্বাসকে (৪৩) ফাঁসির আদেশ দেন।



২০০৯ সালের ১২ নভেম্বর রাতে সে তাঁর বাবা, মা এবং স্ত্রীকে খুন করে। পরের দিন অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত তিন বছর ধরে চলার পর এই মামলার রায় বুধবার ঘোষণা করলেন আদালত। পুলিশের বর্ণনা অনুযায়ী, পারিবারিক অশান্তির কারণেই খুন হয়েছিলেন ঐ  তিন জন।  

রাজ্যে ফাঁসির আদেশ দেবার ঘটনা খুবই কম থাকার কারণে আদালতের এই রায়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্যের সর্বত্র। এ রাজ্যে সমীর ভৌমিক নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল কয়েক বছর আগে। পরবর্তী সময়ে হাইকোর্টে সেই আদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিল তাকে।

অর্জুন বিশ্বাসেরও হাইকোর্টে আপীল করার সুযোগ রয়েছে। কিন্তু তাঁর একত্রে এই তিন খুনের ঘটনাকে বিরল বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।

রায় ঘোষণার সময় অর্জুন বিশ্বাস ছিলেন নির্বিকার। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২
টিসি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।