নয়াদিল্লি: ভারতের জাতীয় সংসদের লোকসভায় বৃহস্পতিবার শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। অধিবেশনে ক্ষমতাসীন ইউপিএ-২ সরকারের বিরুদ্ধে আঞ্চলিক দল তৃণমূল অনাস্থা প্রস্তাব আনতে পারে।
এদিকে বিজেপি ও বাম দলগুলো তাদের সঙ্গ না দেওয়ায় মাত্র ১৯জন সংসদ সদস্য নিয়েই অনাস্থা এনে মানুষকে তাক লাগাতে চান তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার সকালেই অনাস্থা প্রস্তাবের নোটিশ লোকসভার স্পিকার মীরা কুমারের দফতরে জমা দেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ এফডিআইয়ের বিরোধিতা করতে তৃণমূল সাংসদরা সকাল সাড়ে দশটায় সংসদ ভবনের বাইরে অবস্থান ধর্মঘট শুরু করেন।
অনাস্থা না এনে এফডি ইস্যুতে ১৮৪ ধারা নিয়ে আলোচনা ও ভোটাভুটির দাবি জানাবে বিজেপি ও বামদলগুলো। তাই অনাস্থার প্রস্তাব নিয়ে বিশেষ চিন্তিত নয় কংগ্রেস।
এবারের অধিবেশনে ২৫টি বিল পাস করাতে চায় ভারত সরকার। এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত প্রটোকল বিল। বিলটি পাশ হওয়ার পিছনে পশ্চিমবঙ্গ ভিত্তিক দল তৃণমূলের বাধাকেই প্রধান মনে করা হয়।
সম্প্রতি এই ইস্যুতে সিপিএমসহ বাম দলগুলো সম্প্রতি কংগ্রেসের পাশে এসে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। সে হিসেবে মনে করা হচ্ছে, বিলটি সহজেই পাস হয়ে যাবে।
তৃণমূলের বিরোধীতাকে খুব বেশি আমলে নিচ্ছে না কংগ্রেস। কারণ, পশ্চিমবঙ্গ রাজ্যেই যখন কংগ্রেসকে বাইরে রেখে রাজ্য সরকার পরিচালিত হচ্ছে, তখন মমতা ব্যানার্জির বিরোধিতাকে আমলে নেবে না ইউপিএ জোট সরকার। নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েই কয়েকদিন পর সালমান খুরশিদ তা স্পষ্ট করে দিয়েছেন।
নির্রেযোগ্য সূত্রে জানা যায়, বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি যেহেতু অনুমোদন দিয়েছে, তাই এটি যেকোনো সময় সংসদে পাস করার জন্য তোলা হতে পারে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
আরডি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com