ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অষ্টম আগরতলা বই মেলা ৩০ নভেম্বর থেকে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ৩০ নভেম্বর শুরু হতে যাচ্ছে অষ্টম আগরতলা বই মেলা। এ দিন আনুষ্ঠানিক উদ্বোধনের পর আগরতলার শিশু উদ্যানের এ মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।



ত্রিপুরার রাজধানী আগরতলায় অনুষ্ঠিতব্য এ বইমেলার আয়োজক ত্রিপুরা পাবলিশার্স গিল্ড।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলন। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

মেলার আহ্বায়ক শুভব্রত দেব বলেন, “এবারের মেলায় বাংলাদেশ থেকে প্রায় ১২ জন প্রকাশক তাদের বই নিয়ে হাজির হবেন। এর আগে বাংলাদেশের বইয়ের এত বিপুল আয়োজন কোন বইমেলায় হয়নি। এবার আমাদের বই মেলার মূল অভিমুখ বাংলাদেশ। ”

তিনি বলেন, “বাংলাদেশ ছাড়াও দিল্লি, কলকাতা, মণিপুর, গুয়াহাটি এসব জায়গা থেকেও আগরতলা পুস্তক মেলাতে আসছেন প্রকাশকরা। সব বইয়ের উপর থাকছে দশ শতাংশ ছাড়। ”
 
বই মেলাকে কেন্দ্র করে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ করেও থাকছে নানা আয়োজন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর; এনএস eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।