ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার উপর ক্ষুব্ধ হয়ে মন্ত্রীর পদত্যাগ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে মাত্র ২ বছরের মাথায় মমতা ব্যানার্জির সরকারের আভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এল।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর ক্ষুব্ধ হয়ে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হুগলী জেলার সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।



মন্ত্রিসভা থেকে পদত্যাগের কারণ হিসেবে পরিসংখ্যান ও উন্নয়ন দফতরের নতুন দায়িত্ব নিতে অনিচ্ছার কথা জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর কাছে তার পদত্যাগ পত্রও পাঠিয়ে দিয়েছেন সিঙ্গুরের টাটার ন্যানো মোটর গাড়ির কারখানার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম এই প্রবীণ নেতা।

সম্প্রতি মন্ত্রিসভার রদবদলে গুরুত্বপূর্ণ কৃষিমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর পরিসংখ্যান ও উন্নয়ন রূপায়ণ দফতরে সরিয়ে দেওয়া হয়।

রবীন্দ্রনাথ ভট্টাচার্য শুক্রবার রাতে বলেছেন, এবার যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনে তিনি অপারগ।

উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভায় সম্ভবত তিনিই ছিলেন একমাত্র সদস্য যার দফতরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ছিল না।

যে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরে রাজ্যের ক্ষমতার অলিন্দে মমতা ব্যানার্জির উত্তরণ তার অন্যতম সেনাপতি ছিলেন রবীন্দ্রনাথ । সিঙ্গুরের মানুষের কাছে তিনি খুবই জনপ্রিয় এবং এরআগেও তিনি সেখানকার বিধায়ক ছিলেন।

তার পদত্যাগ তাই তৃণমূলের কাছে একটা বড় ধাক্কা বলেই মনে করছে কলকাতার রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময় : ১০১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুমে এডিটর, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিরেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।