আগরতলা (ত্রিপুরা): আগামী ২৮ নভেম্বর রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার বিনোদ জুতসি। রাজ্য নির্বাচন দপ্তর থেকে জানানো হয়েছে এই খবর।
ফেব্রুয়ারির মাঝামাঝিতে বিধানসভা নির্বাচন। এখন চলছে ভোটার লিস্টে নাম তোলার কাজ। ভোটার লিস্টে নাম তোলা নিয়ে প্রচুর অভিযোগ উঠেছে।
কংগ্রেস সিপিএম দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। ভুয়া ভোটারের নাম ভোটার লিস্টে তোলার অভিযোগ রয়েছে দু’পক্ষের বিরুদ্ধেই। কোন কোন জায়গায় ভোটার লিস্টে নাম তোলা নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটছে।
এসব খতিয়ে দেখতেই ডেপুটি নির্বাচন কমিশনার বিনোদ জুতসি রাজ্যে আসছেন বলে জানা গেছে। অবশ্য ভোটার লিস্টের কাজ পর্যবেক্ষণ করার জন্য এখন পর্যন্ত প্রায় এক ডজন পর্যবেক্ষক এসেছেন দিল্লি থেকে। তারা গ্রামে গ্রামে ঘুরে ভোটার লিস্ট পরীক্ষা করছেন। বেশ কয়েকটি জায়গায় ভোটার লিস্ট নিয়ে গণ্ডগোলের প্রমাণও পেয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর