শিলিগুড়ি: ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহলগুলোর বিনিময় কার্যকরসহ একাধিক দাবি নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে চিঠি পাটিয়েছে ছিটমহল বিনিময় সংগ্রাম কমিটি।
মঙ্গলবার ফ্যাক্স মাধ্যমে চিঠি পাটায় ছিটমহল বিনিময় সংগ্রাম কমিটি।
সংগঠনের সম্পাদক হরিপদ মন্ডল বাংলানিউজকে বলেন, ছিটমহল বিনিময় কার্যকর করাসহ কুচবিহারে গীতালদহ সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট পুণরায় চালু করা, ভুটানের রাজধানী থিম্পু থেকে দিনহাটার গীতালদহ হয়ে ভায়া মোঘলঘাট থেকে ঢাকা পর্যন্ত সড়ক পথে পরিবহন ও বাণিজ্য চালু করার দাবি রাষ্ট্রপতিকে জানিয়েছি।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৬৪ বছর পর এই উপমহাদেশে জ্বলন্ত বারুদের মতো ছিটমহল সমস্যা ধিকধিক করে জ্বলছে। ১৯৫৮তে নেহেরু-নুন, ১৯৭৪ এ ইন্দিরা-মুজিব চুক্তি হলেও তা কার্যকর হয়নি।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর/আরআর