ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার কর্মচারীরা পাচ্ছেন আরো সাত শতাংশ মহার্ঘ্যভাতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রাজ্যের সরকারি এবং আধাসরকারি কর্মচারীদের জন্য সাত শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়া হবে। রাজ্যের অর্থ দফতরের এক সূত্রে এ খবর জানা গেছে।



ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের মন পেতে এই মহার্ঘ্যভাতা দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের সাত শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

ডিসেম্বরের এক তারিখ থেকে রাজ্য কর্মচারীদের বেতনের সঙ্গে অতিরিক্ত সাত শতাংশ মহার্ঘ্যভাতা যুক্ত হবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন এক লাখ পঞ্চাশ হাজার কর্মচারী। সাত শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার ফলে রাজ্য সরকারকে মাসে অতিরিক্ত খরচ করতে হবে ২২৪ কোটি টাকা।

বর্তমানে ত্রিপুরার কর্মচারীরা ৩০ শতাংশ মহার্ঘ্যভাতা পাচ্ছেন। অতিরিক্ত সাত শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার ফলে তা বেড়ে দাঁড়ালো ৩৭ শতাংশে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
টিসি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও  অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।