কলকাতা: ভারতের চলচ্চিত্র জগতের বিখ্যাত প্রতিষ্ঠান কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (এসআরএফটিআই)৮ ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে৷ ছাত্রীদের নিগ্রহ করার অভিযোগে এই শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ৷
এসআরএফটিআই সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর এসআরএফটিআইয়ে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণের অনুষ্ঠান ছিল৷ ওইদিন রাতেই ছাত্রদের হোস্টেলে চার ছাত্রীসহ ১৮জন শিক্ষার্থীকে নানাভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের অভিযোগ জানিয়ে ২৭ নভেম্বর এক ছাত্রীর বাবা প্রথম এসআরএফটিআইয়ের রেজিস্ট্রারকে ফোন করেন৷ এসময় অভিযোগ জানান আরো এক ছাত্রীর বাবা৷
এরপর শিক্ষার্থীরাও শিক্ষকদের কাছে অভিযোগ জানালে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে সাত ছাত্রকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় ইন্সটিটিউট কর্তৃপক্ষ৷ পরে আরো এক ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়৷ ছাত্রদের হোস্টেল ছাড়ার নোটিশ দেওয়া হলেও তারা হোস্টেল ছাড়েনি।
ইন্সটিটিউট কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে বলে জানা গেছে৷
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; এনএস।