আগরতলা (ত্রিপুরা): ৩৭ হাজার অভিযোগ জমা পড়েছে রাজ্যের ভোটার তালিকা নিয়ে। সবগুলি অভিযোগই যথেষ্ট গুরুত্ব দিয়ে পরীক্ষা করছে নির্বাচন কমিশন।
রাজ্য নির্বাচন দপ্তর এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
গত ২৮ নভেম্বর রাজ্যে এসেছিলেন নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার বিনোদ জুতসি। তিনি রাজ্যের সবক`টি রাজনৈতিক দলের সঙ্গে সভা করেন।
বিভিন্ন রাজনৈতিক দল ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানায়। এ ব্যাপারে দলগুলো একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলে। এ পর্যন্ত সর্বমোট ৩৭ হাজার অভিযোগ জমা পড়েছে।
ফেব্রুয়ারির মাঝামাঝিতে বিধানসভা নির্বাচন। এখন চলছে ভোটার তালিকায় নাম তোলার কাজ। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে প্রচুর অভিযোগ উঠেছে। কংগ্রেস ও সিপিএম দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। ভূয়া ভোটারের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ রয়েছে দুই পক্ষের বিরুদ্ধেই। কোনো কোনো জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটছে।
এদিকে, রাজ্য নির্বাচন দপ্তর জানিয়েছে, ত্রিপুরায় নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। তবে এখনো তারিখ জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর