কলকাতা: বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু মহিলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে উঠেছে বাংলাদেশ।
দক্ষিণ কলকাতার যাদবপুরে পূর্বাচলের জাগরী সংঘের মাঠে সেমিফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে মালদহ জেলা দলের সঙ্গে মুখোমুখি হয় বাংলাদেশ।
এরপর দ্বিতীয় ম্যাচে আয়োজক বিদ্যাসাগর কাবাডি ক্লাব ও উত্তর ২৪ পরগণা জেলা দলের খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় বিদ্যাসাগর বিজয়ী হয়ে সেমিফাইনাল রাউন্ডের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়।
ম্যাচের শুরুতে দুই দলের সঙ্গে পরিচিত হন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
প্রবল উত্তেজনার মধ্যে প্রথমার্ধে দুই দল সমান সমান পয়েন্ট অর্জন করে। দ্বিতীয়ার্ধে বিদ্যাসাগর ক্রমাগত চাপ বাড়াতে থাকে বাংলাদেশের ওপর। তারা ৪টি লোনা অর্জন করে তারা। শেষ পর্যন্ত বিদ্যাসাগরের কাছে ২৩-১৬ পয়েন্টে পরাজিত হয় বাংলাদেশ।
বিদ্যাসাগরের প্রতিম অধিকারী ও বাংলাদেশের রাঙামাটি জেলার জুনি চাকমা সেরা খেলোয়াড়ের ট্রফি পান।
হারলেও রানার্স-আপ হওয়ার জন্য সোমবার ফাইনাল রাউন্ড খেলতে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১২
আরডি/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com