ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইঞ্জিনিয়ার ও মেডিকেল ফ্যাকাল্টি মেম্বার নিয়োগের সিদ্ধান্ত ত্রিপুরার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  নতুন ৭৩ জন ইঞ্জিনিয়ার এবং ৩৯ জন মেডিকেল ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার দুপুরে প্রশাসনিকভাবে জানানো হয় এ খবর।

৭৩টি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে রাজ্য সরকার সরাসরি নিয়োগ করবে। ইন্টারভিউ নেওয়া হবে ত্রিপুরা লোকসেবা আয়োগের মাধ্যমে।

আগরতলা সরকারি মেডিকেল কলেজে এ বছর থেকেই শুরু হয়েছে পি জি (স্নাতকোত্তর) কোর্স। এই পাঠ্যক্রমের জন্য নতুন ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ প্রয়োজন হয়ে পড়ে। তাই ৩৯ জন মেডিকেল শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

কিছু দিনের মধ্যেই দুটি ক্ষেত্রেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।