আগরতলা (ত্রিপুরা): বৃহস্পতিবার গোটা রাজ্যে ধর্ম নিরপেক্ষতা রক্ষা দিবস পালন করছে সি পি এম। পার্টির ডাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে আলোচনা সভা, সেমিনার, মিছিল।
ত্রিপুরার প্রতিটি এলাকায় ধর্মনিরপেক্ষতা রক্ষা দিবসের অঙ্গ হিসাবে নানা কর্মসূচি আয়োজন করা হয় বলে জানিয়েছেন সি পি এমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্য।
সিপিএম নেতা গৌতম দাশ এদিন এক সেমিনারে বক্তব্য রাখেন আগরতলায়। তিনি বলেন, ১৯৯২ সালে এ দিনেই অযোধ্যায় বাবরি মসিজদ ধ্বংস হয়। যার ফলশ্রুতিতে দেশে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে।
এ ঘটনা সারা দেশের লজ্জা। কোন কোন রাজনৈতিক দল প্রাকাশ্যে বা পরোক্ষভাবে সেই সব ঘটনায় মদত যুগিয়েছে। একমাত্র বামপন্থীরাই এর বিরুদ্ধে কথা বলেছে। মানুষের সম্প্রীতির কথা বলেছে। আজো একই দাবি নিয়ে বামপন্থীরা মানুষের কাছে।
এদিন সোনামুড়ায় ধর্ম নিরপেক্ষতার উপর আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি বলেন, যখনই দেশের মানুষ তাদের দৈনন্দিন সমস্যা নিয়ে সংঘবদ্ধ হবার চেষ্টা করেছে তখনই জাত-পাত ভাষা ধর্ম বর্ণের কথা বলে মানুষের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করা হয়েছে। মানুষকে মানুষের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা হয়েছে। আর এ সবই করা হয়েছে মানুষকে আলাদা করে রেখে গণতান্ত্রিক আন্দোলনকে নষ্ট করার জন্য।
এ ধরনের বহু সভা সমাবেশ আয়োজিত হয়েছে এদিন। সব কটি জায়গাতেই মানুষের অংশ গ্রহণ ছিল উল্লেখযোগ্য।